December 21, 2024
আঞ্চলিক

খুবিতে জাতীয় কৃষিবিদ দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

খবর বিজ্ঞপ্তি

গতকাল বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ও এফএমআরটি ডিসিপ্লিনের  যৌথ উদ্যোগে এবং কৃষিবিদ ইনস্টিটিউশনের অংশগ্রহণে জাতীয় কৃষিবিদ দিবস পালিত হয়। ‘বঙ্গবন্ধুর জন্মশত বর্ষে, কৃষি সমৃদ্ধির উৎকর্ষে’ শ্লোগানকে সামনে রেখে জাতীয় কৃষিবিদ দিবস উপলক্ষে ক্যাম্পাসে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি গল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামার থেকে শুরু করে বিশ্ববিদল্যালয়ে পৌছে বঙ্গবন্ধুর ম্যুরাল কালজয়ী মুজিব-এর বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, জীব বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ রায়হান আলী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. সরদার শফিকুল ইসলাম, এফএমআরটি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রউফ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পঙ্কজ কান্তি মজুমদারসহ কৃষিবিদবৃন্দ এবং সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর পুনরায় শোভাযাত্রটি শহিদ তাজউদ্দিন আহমদ প্রশাসন ভবনের সামনে থেকে শুরু করে কটকাস্মৃতি স্তম্ভ হয়ে পুনরায় হাদি চত্ত¡রে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. সরদার শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ রায়হান আলী, এফএমআরটি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আব্দুর রউফ, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ও আইকিউএসির পরিচালক  ড. মোঃ সারওয়ার জাহান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ও কৃষিবিদ ইন্সটিটিউশনের সভাপতি পঙ্কজ কান্তি মজুমদার, প্রফেসর ড. মোহাম্মদ বশীর আহমেদ, করেনটাইনের উপ-পরিচালক ড. বশীর আহমেদ, দৌলতপুরস্থ কৃষি প্রশিক্ষায়তনের মূখ্য প্রশিক্ষক ড. অরবিন্দু কুমার রায়।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *