November 26, 2024
আঞ্চলিক

খুবিতে গুণগত গবেষণা পদ্ধতির উপর প্রশিক্ষণের সমাপনী

 

 

খবর বিজ্ঞপ্তি

গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে গুণগত গবেষণা পদ্ধতি এবং উপাত্ত বিশ্লেষণের উপর পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়েছে। নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. কাজী সাইফুল ইসলামের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ।

তিনি বলেন বিশ্ববিদ্যালয় এবং গবেষণা দু’টি সমার্থক শব্দ। গবেষণা ছাড়া বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গতা পায় না। সম্প্রতি গবেষণায় স্পেনের সিগমো ল্যাব ও যুক্তরাষ্ট্রের স্কপাস পরিচালিত জরিপে আন্তর্জাতিক র‌্যাংকিং খুলনা পরে তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউআরপি ডিসিপ্লিনের সিনিয়র প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম, প্রফেসর ড. মহসীন উদ্দিন আহমেদ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব উত্তম কুমার দাস। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে অনুভ‚তি ব্যক্ত করে বক্তব্য রাখেন প্রফেসর ড. মোঃ নাসিফ আহসান, সহযোগী অধ্যাপক মোঃ এনামুল হক ও গবেষক উৎপল কুমার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রফেসর ড. মোঃ জাকির হোসেন। পাঁচদিনব্যাপী এ প্রশিক্ষণে খুলনা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষক, সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ৪২ জন প্রতিনিধি অংশ গ্রহণ করেন। পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের সামাজিক বিজ্ঞান গবেষণা কাউন্সিলের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্লানিং এন্ড ডিভেলপমেন্ট সেন্টার এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *