খুবিতে গভীর নলকূপ স্থাপন কাজের উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের অভ্যন্তরে বিশুদ্ধ পানীয়জল সরবরাহে গভীর নলক‚প স্থাপন কাজের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। এ সময় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, বিভাগীয় প্রধানগণ, বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি শেখ মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ তারিকুজ্জামান লিপনসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস।