খুবিতে গণিত ডিসিপ্লিনের বিশবছর পূর্তি উৎসব অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
গতকাল শনিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে গণিত ডিসিপ্লিনের উদ্যোগে বিশবছর পূর্তি উৎসব ও ৪র্থ এলামনাই সম্মেলন উপলক্ষে সকাল ১১ টায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের ২০ বছর পূর্তিকে উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে এ ডিসিপ্লিনের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, সাইটে স্কুলের ডিন (চলতি দায়িত্ব) প্রফেসর ড. খোঃ মাহফুজ উদ-দারাইন, ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন এবং এলামনাই এসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. মন্নুজাহান আরা। সভাপতিত্ব করেন গণিত ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. ফিরোজ আহমেদ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহবায়ক প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম। এছাড়া প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মুন্সী শহীদ আনিস, এস এম এনামুল কাদের ও খান মোঃ তবারক হোসেন। এর আগে বিশ বছর পূর্তি উৎসব উপলক্ষে সকাল সাড়ে নয়টায় ক্যাম্পাসে উপাচার্যের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহীদ তাজউদ্দীন আহমদ প্রাশসন ভবনের সামনে দিয়ে হাদী চত্বর ও কটকা হয়ে পুনরায় হাদী চত্বরে এসে শেষ হয়। এছাড়া অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।