খুবিতে গণিত ডিসিপ্লিনের ২০ বছর পূর্তি উৎসব আজ
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের বিশবছর পূর্তি উৎসব ও ৪র্থ এলামনাই সম্মেলন আজ ২ ফেব্রæয়ারি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সকাল সাড়ে নয়টায় ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। এছাড়া অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা অনুষ্ঠান, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। বিশেষ অতিথি থাকবেন ট্রেজারার প্রফেস সাধান রঞ্জন ঘোষ, সাইটে স্কুলের ডিন প্রফেসর ড. উত্তম কুমার মজুমদার, ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন, এবং এলামনাই এসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. মন্নুজাহান আরা। সভাপতিত্ব করবেন ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. ফিরোজ আহমেদ। অনুষ্ঠানের আয়োজক কমিটির আহবায়ক প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম।