খুবিতে কমিউনিকেশন ফর ডিভেলপমেন্ট শীর্ষক সিম্পোজিয়াম অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
গতকাল বুধবার বেলা ২.৩০টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে খুলনা বিশ্ববিদ্যালয় উদ্যোগে ও ইউজিসি এবং ইউনিসেফের সহায়তায় কমিউনিকেশন ফর ডিভেলপমেন্ট শীর্ষক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। আইন স্কুলের ডিন প্রফেসর ড. ওয়ালিউল হাসানাতের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর মোছা. তাছলিমা খাতুন। আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সুরাইয়া ফারহানা। সিম্পোজিয়ামের উদ্দেশ্য ও প্রেক্ষিত সর্ম্পকে বক্তব্য রাখেন ইউনিসেফ খুলনা বিভাগের কমিউনিকেশন ফর ডিভেলপমেন্ট অফিসার উম্মে হাবীবা। পরে কয়েকটি সেশনে মূল বিষয়ের ওপর বক্তব্য রাখেন ও পাওয়ার পয়েন্টে সংশ্লিষ্ট বিষয়ের ওপর বিভিন্ন দিক তুলে ধরেন যুক্তরাষ্ট্রের ওহীও বিশ্ববিদ্যালয়ের মিডিয়া আর্টস এন্ড স্টাডিজ বিভাগের প্রফেসর অ্যামিরেটাস এবং ইউনিসেফের কমিউনেকশনস বিষয়ক কনসালটেন্ট ডেভিড এইচ মোল্ড, বিশ্ববিদ্যালয়ে কমিউনিকেশনস্ ফর ডিভেলপমেন্ট কোর্সের সার্বিক চিত্র তুলে ধরেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের প্রধান মোঃ হাসান হাওলাদার, সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ আব্দুল জববার, ইউআরপি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ আশিকুর রহমান, অতিথি বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বেতারের সহকারী পরিচালক মামুন আক্তার। ধন্যবাদ জ্ঞাপন করেন ইউনিসেফের খুলনা অফিসের অফিসার ইন-চার্জ এস এম নাজমুল আহসান। এই সিম্পোজিয়ামে খুলনা বিভাগের বিভিন্ন পর্যায়ের সরকারি, স্বায়ত্বশাষিত প্রতিষ্ঠান ও স্থানীয় সরকারের কর্মকর্তা এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ৮টি ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।