খুবিতে ঈদের জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হবে
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্বদ্যিালয়ে পবিত্র ঈদ-উল আযহা’র নামাজের জামাত সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন নতুন কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান ঈদের এ জামাতে নামাজ আদায় করবেন বলে আশা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস উক্ত নামাজে ইমামতি করবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্র এবং আশপাশের এলাকাবাসীসহ সবাইকে বিশ্ববিদ্যালয়ের ঈদের জামাতে নামাজ আদায়ের জন্য আহবান জানানো হয়েছে। জামাত শেষে বৃহত্তর মুসলিম উম্মা, বাংলাদেশ ও খুলনা বিশ্বদ্যিালয়ের সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হবে। ঈদের ছুটিতে বাড়ি ফিরে শিক্ষার্থীদের ডেঙ্গু বিষয়ে সচেতনতা সৃষ্টির আহবান