খুবিতে আন্তঃহল (ছাত্র) ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে আন্তঃহল(ছাত্র) ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়। টেবিল টেনিস খেলার মধ্য দিয়ে উক্ত প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ শামীম আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান জাহান আলী হলের সহকারী প্রভোস্ট মোঃ আমিনুল ইসলাম এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সহকারী প্রভোস্ট ড. মোঃ ইকবাল আহমেদ। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের খান জাহান আলী হল, খান বাহাদুর আহসান উল্লাহ হল এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্ররা অংশগ্রহণ করবে। অনুষ্ঠানে সংশ্লিষ্ট হলের সহকারী প্রভোস্ট ও ছাত্ররা উপস্থিত ছিলেন।