খুবিতে আন্তঃব্যাচ বিতর্ক প্রযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনে ভাষার মাসে ভাষার চর্চাকে আরও সুসংহত করতে এবং শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবাদী চেতনার উন্মেষ ঘটানোর লক্ষ্যে আন্তঃব্যাচ বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. সর্দার ফিরোজ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিসিপ্লিনের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ মাহমুদ আলম এবং প্রফেসর ড. মোঃ হায়দার আলী বিশ্বাস। পরে প্রধান অতিথি বিতর্ক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করেন।
প্রতিযোগিতায় সেরা বিতর্কিক হয়ে পুরস্কার লাভ করেন ১৭ ব্যাচের শিক্ষার্থী রাফসান ইসলাম এবং ফাইনালের সেরা বিতর্কিক হন একই ব্যাচের মোঃ আরাফাত ইসলাম। প্রতিযোগিতায় ২০ ব্যাচের মধ্যে উদীয়মান বিতর্কিক হিসেবে নির্বাচিত হন জোবায়ের হোসেন। রানার্স-আপ ১৯ ব্যাচকে ট্রফি প্রদান করা হয়। উল্লেখ্য, এ প্রতিযোগিতায় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের অনার্স ৪টি ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রথম পর্বের ৬টি বিতর্কের পর সেরা দুইদল ১৭ ব্যাচ এবং ১৯ ব্যাচ ফাইনালে অংশ নেয়। ফাইনাল প্রতিযোগিতায় ১৭ ব্যাচ বিজয় লাভ করে। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।