খুবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় টেনিস প্রতিযোগিতার ফাইনাল আজ
আজ শুক্রবার বিকেল ৩টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের টেনিস গ্রাউন্ডে আন্তঃবিশ্ববিদ্যালয় টেনিস প্রতিযোগিতা ২০১৯ এর ফাইনাল খেলা খুলনা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত হবে। উক্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ও টর্তুামেন্ট কমিটির সদস্য-সচিব মোল্লা মোহাম্মদ শফিকুর রহমান।
এদিকে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় আন্তঃবিশ্ববিদ্যালয় টেনিস প্রতিযোগিতা ২০১৯ এর উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন। সভাপতিত্ব করেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ও টর্তুামেন্ট কমিটির সদস্য-সচিব মোল্লা মোহাম্মদ শফিকুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের উপ-পরিচালক এস এম জাকির হোসেন। এ সময় বিভিন্ন ডিসিপ্লিনের প্রধানগণ এবং শিক্ষকবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের সহকারী পরিচালক ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।