November 26, 2024
শিক্ষা

খুবিতে আইসিএমএবি কাউন্সিলের সেমিনার অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি : খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে বুধবার দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) আয়োজিত ‘বাংলাদেশে পেশাগত কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং শিক্ষা: ব্যবসায় শিক্ষা গ্রাজুয়েটদের উপর প্রভাব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইসিএমএবি’র প্রেসিডেন্ট ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুর রহমান খান। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন আইসিএমএবি’র সাবেক সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মমতাজ উদ্দিন আহমেদ, আইসিএমএবি’র কোষাধ্যক্ষ মো. আখতারুজ্জামান, খুবির প্রফেসর ড. মো. নূর আলম। আইসিএমএবি খুলনা ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান মো. আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে কী-নোট পেপার উপস্থাপন করেন আইসিএমএবি’র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জাকারিয়া মাসুদ এফসিএমএ। স্বাগত বক্তব্য রাখেন আইসিএমএবি খুলনা ব্রাঞ্চ কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান আজিজুর রহমান এসিএমএ। খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের শিক্ষার্থীসহ এ অঞ্চলের বিভিন্ন কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী এই সেমিনারে অংশগ্রহণ করে।

পরে আইসিএমএবি’র প্রেসিডেন্ট ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুর রহমান খান খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে উপাচার্য তাঁকে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এসময় তাঁকে বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন উপাচার্য। সাক্ষাতকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মো. নূর আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুসসহ সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: