খুবিতে অগ্রণী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
সন্ধ্যা সাড়ে সাতটায় খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অগ্রণী ব্যাংকের
বুথ উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে বুথটি
উদ্বোধন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ
ফায়েক উজ্জামান। এসময় ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখত, ব্যবস্থাপনা
পরিচালক ও সিইও মোহম্মদ শামস-উল ইসলাম উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর
সেখানে মোনাজাত করা হয়। পরে ব্যাংক অভ্যন্তরে এক আলোচনা সভা
অনুষ্ঠিত হয়। ব্যাংকের মহাব্যবস্থাপক মোঃ আনোয়ারুল ইসলামের
সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের চেয়ারম্যান ও
ব্যবস্থাপনা পরিচালক। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার সাধন রঞ্জন ঘোষ,
ব্যাংকের একাধিক জিএম, আরএম, ডিজিএম, এজিএম, ব্যবস্থাপক ও
অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।