January 21, 2025
জাতীয়

খুন-ধর্ষণের প্রতিবাদে ঐক্যফ্রন্টের বিক্ষোভ কাল

দক্ষিণাঞ্চল ডেস্ক

ঢাবি ছাত্রীকে ধর্ষণসহ সারাদেশে অব্যাহত খুন-ধর্ষণের প্রতিবাদে ১১ জানুয়ারি বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় ঐক্যফ্রন্ট। গতকাল বৃহস্পতিবার বিকেলে আরামবাগ গণফোরামের কার্যালয়ে জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জাতীয় ঐক্যফ্রন্টের মহানগর সমন্বয়ক আব্দুস সালাম বলেন, ১১ জানুয়ারি শনিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সারাদেশে খুন-ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করা হবে। সমাবেশে প্রধান অতিথি কে থাকবেন জানতে চাইলে তিনি বলেন, এটা পরে সিদ্ধান্ত হবে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঐক্যফ্রন্টের ঢাকা মহানগর সমন্বয়ক আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গণফোরাম নেতা জগলুল হায়দার আফ্রিক, গণদলের চেয়ারম্যান গোলাম মাওলা চৌধুরী, নাগরিক ঐক্যের সমন্বয়ক শহিদুল্লাহ কায়সার, গণফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, নাগরিক ঐক্যের আতিকুর রহমান আতিক, মোফাক্কারুল ইসলাম নবাব, বিএনপির সহ-মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা আহমেদ, জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *