খাশোগি হত্যা : সৌদি যুবরাজের বিরুদ্ধে ‘প্রমাণ’ মিলেছে
দক্ষিণাঞ্চল ডেস্ক
সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে সৌদি যুবরাজের সংশ্লিষ্টতার ‘বিশ্বাসযোগ্য প্রমাণ’ পাওয়া গেছে বলে জানিয়েছেন জাতিসংঘের এক বিশেষ দূত। বুধবার নতুন একটি প্রতিবেদনে বিশেষ দূত অ্যাগনেস ক্যালামার্ড এ তথ্য জানিয়েছেন। একই সঙ্গে তিনি এ ঘটনায় আন্তর্জাতিক তদন্তের আহŸান জানিয়েছেন।
বিচার বর্হিভূত হত্যাকাণ্ড, সারাংশ অথবা বিধিবহির্ভূত মৃত্যুদণ্ড বিষয়ক বিশেষ দূত ক্যালামার্ড বলেন, ‘এটা বিশেষ দূতের সমাপনি বক্তব্য যে, খাশোগি সুচিন্তিত, পরিকল্পিত ও বিচার বর্হিভূত হত্যার শিকার, যার জন্য আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী সৌদি আরবের সরকার দায়ী।’
ছয় মাসের তদন্ত শেষে প্রতিবেদনে বলা হয়েছে,‘এটা নিরূপিত যে বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে,যুবরাজসহ শীর্ষ পর্যায়ের সৌদি কর্মকর্তাদের ব্যক্তিগত দায়ের আরো তদন্ত প্রয়োজন।’
ক্যালামার্ড জানান, খাশোগি নিজেই যুবরাজের ক্ষমতা সম্পর্কে সচেতন ছিলেন এবং তাকে ভয় পেতেন সেই প্রমাণ পাওয়া গেছে।
গত বছরের অক্টোবরে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে খুন হন সাংবাদিক জামাল খাশোগি। সৌদি আরব প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে আন্তর্জাতিক চাপের মুখে এটি স্বীকার করতে তারা বাধ্য হয়। খাশোগি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কড়া সমালোচক ছিলেন।