November 28, 2024
জাতীয়

খালে পড়ে যাওয়া এক শিশুর লাশ মিললো ১৮ ঘণ্টা পর

দক্ষিণাঞ্চল ডেস্ক

রাজধানীর সবুজবাগ থানার পূর্ব রাজারবাগ এলাকায় খেলতে গিয়ে মাণ্ডা খালে পড়ে যাওয়া পাঁচ বছরের শিশু আরশাদুলের লাশ উদ্ধার হয়েছে ১৮ ঘণ্টা পর। তবে দুদিন আগে কদমতলী থানাধীন এলাকার মেরাজনগরে ডিএনডি খালে পড়ে যাওয়া ৬ বছরের শিশু আশামনির সন্ধান এখনও পাননি ফায়ার সার্ভিস কর্মীরা।

সবুজবাগ থানার ওসি মাহবুবল আলম জানান, আরশাদুলের বাবা আখমত আলী পেশায় রিকশা চালক, মা মমতা বেগম বিভিন্ন বাসায় গৃহকর্মীর কাজ করেন। মাণ্ডা খালের পাড়েই একটি ঘরে তাদের বসবাস, গ্রামের বাড়ি ময়মনসিংহে। রোববার বিকাল ৩টার দিকে খালের পাশে খোলা জায়গায় ভাইয়ের সঙ্গে খেলছিল আরশাদুল। এ সময় খেলনা গিয়ে খালে পড়লে সেটি তুলতে গিয়ে পানিতে ডুবে যায় শিশুটি।  খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। রাত সাড়ে ১০টা পর্যন্ত আরশাদুলের খোঁজ না পাওয়ায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসাইন জানান, সোমবার সকালে আবারও খালে নেমে তল্লাশি শুরু হয়। সকাল সাড়ে ৯টার দিকে শিশুটির মৃতদেহ উদ্ধার করেন ডুবুরিরা।

ওই খালে প্রচুর ময়লা থাকায় আরশাদুলের খোঁজ পেতে সময় লাগে জানিয়ে এরশাদ হোসাইন বলেন, কদমতলী থানার মেরাজনগরে ডিএনডি খালে পড়ে যাওয়া আশামনির খোঁজে এখনও তল্লাশি চলছে।

শনিবার বিকাল ৪টার দিকে কদমতলী থানাধীন মেরাজনগরে রায়েরবাগ-কদমতলী সড়কের পাশে ডিএনডির পয়ঃনিষ্কাশন খালের কালভার্টে খেলার সময় বল তুলতে গিয়ে পানিতে ডুবে যায় আশামনি।

ফায়ার সার্ভিসের কর্মীরা সেদিন থেকেই ওই খালের ময়লা আবর্জনার মধ্যে শিশুটির খোঁজ চালিয়ে আসছেন। কিন্তু তার সন্ধান মেলেনি। আশামনি এ বছরই মেরাজনগর ফারহা মডেল স্কুলের শিশুশ্রেণিতে ভর্তি হয়েছিল। তার বাবা এরশাদ ওই এলাকায় একটি মুদি দোকান চালান। তাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলায়।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *