খালেদা জিয়ার সুস্থতা কামনায় নগর বিএনপির দোয়া অনুষ্ঠিত
বিএসএমএমইউ’তে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও আকু সুস্থতা কামনায় গতকাল বুধবার বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করে খুলনা মহানগর বিএনপি। কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকেল ৫টায় কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ে এ উপলক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন নগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।
এ সময় জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহবায়ক কাজী আসাদুজ্জামান আসাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়া খ্যাতিমান সাংবাদিক ড. মাহফুজ উল্লাহ ও নগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির সুস্থতা কামনা করা হয়।
দোয়ায় উপস্থিত ছিলেন মীর কায়সেদ আলী, রেহানা আক্তার, স ম আব্দুর রহমান, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, শেখ আব্দুর রশিদ, আসাদুজ্জামান মুরাদ, মহিবুজ্জামান কচি, শফিকুল আলম তুহিন, শাহিনুল ইসলাম পাখী, আজিজুল হাসান দুলু, ইকবাল হোসেন খোকন, শেখ সাদী, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ আহসান পরাগ, সাজ্জাদ হোসেন তোতন, বিপ্লবুর রহমান কুদ্দুস, মুর্শিদ কামাল, কে এম হুমায়ুন কবির, একরামুল হক হেলাল, নাজমুস সাকির পিন্টু, ইলিয়াস মল্লিক, শামসুজ্জামান চঞ্চল, নিয়াজ আহমেদ তুহিন, হাফিজুর রহমান মনি, এ্যাড. মোহাম্মদ আলী বাবু, আব্দুল লতিফ, আফসারউদ্দিন মাস্টার, বেলায়েত হোসেন, আবুল কালাম শিকদার, তরিকুল ইসলাম প্রমুখ।
জেলা বিএনপিঃ এর আগে বিকেল ৪টায় একই স্থানে দোয়ার আয়োজন করে খুলনা জেলা বিএনপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ সভাপতি মনিরুজ্জামান মন্টু। উপস্থিত ছিলেন শেখ আব্দুর রশিদ, এ্যাড. শরিফুল ইসলাম জোয়াদ্দার, এ্যাড. মাসুম আল রশিদ, মোল্লা খায়রুল ইসলাম, এ্যাড. তছলিমা খাতুন ছন্দা, মেজবাউল আলম, মুর্শিদুর রহমান লিটন, ওয়াহিদুজ্জামান রানা, শামীম কবির, আতাউর রহমান রনু, নাজমুস সাকির পিন্টু, আরিফুর রহমান আরিফ, জাফরী নেওয়াজ চন্দন, ওয়াইজদ্দিন সান্টু, মনিরুজ্জামান বেল্টু, আবুল বাশার চেয়ারম্যান, মোল্লা সাইফুর রহমান, বিকাশ মিত্র, রফিকুল ইসলাম বাবু, জসিমউদ্দিন লাবু, শামসুল বারিক পান্না, এ্যাড. আলফাজ হোসেন, আব্দুল মালেক, মাসুম মাস্টার, আব্দুল মান্নান, খান হাবিবুর রহমান, শফিকুল ইসলাম বাচ্চু, আবু হানিফ, হারুনর রশিদ, মোল্লা আলতাফ হোসেন, শেখ সরোয়ার হোসেন, আজিজুল ইসলাম, এ্যাড. সেতারা সুলতানা, নাসিমা পলি, মনিরা পারভীন, বেলাল হোসেন, রেজাউল ইসলাম, মোঃ মুসা, জলি প্রমুখ। এ সময় ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহবায়ক আসাদুজ্জামান আসাদ ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুজ্জামান টুকুর শ্বশুরের মৃত্যুতে শোক প্রকাশ করে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।