January 19, 2025
জাতীয়

খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও উন্নতি

করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

ডা. জাহিদ হোসেন জানান, আক্রান্তের ১৩তম দিনের চেয়ে ১৪তম দিনে খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। গত তিন দিনে তার কোনো জ্বর আসেনি। স্বাভাবিক তাপমাত্রা রয়েছে। চেস্ট ক্লিয়ার, কফ-কাশি নেই। খাবারে রুচিও আগের মত আছে। অক্সিজেন লেভেলও ঠিক আছে।

বুধবার (২১ এপ্রিল) রাতে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা পর্যাবেক্ষণ শেষে তিনি এসব কথা জানান।

ডা. জাহিদ বলেন, এখন শুধু খালেদা জিয়ার দুর্বলতা আছে। করোনা হলে মানুষের দুর্বলতা বেশ কয়েকদিন থাকে। তারপরও সেই দুর্বলতা প্রতিদিন আগের চেয়ে অনেক কম। তিনি নিজেই বলেছেন, আমি আজকে গতকালের চেয়েও ভালো বোধ করছি। এ অবস্থায় আমরা বলতে পারি অনেকটা উন্নতি হয়েছে। প্রতিদিনই অল্প অল্প করে উন্নতি লাভ করছেন। আগামী দুই একদিনের মধ‌্যে রক্ত পরীক্ষা করা হবে। আগামী সপ্তাহে করোনার টেস্টও করা হবে।’
বিএনপি চেয়ারপারসনের বাসায় আক্রান্ত অন্য আট জনের শারীরিক অবস্থাও ভালো বলে তিনি জানান।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *