খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলা যুবদলের সমাবেশ
খবর বিজ্ঞপ্তি
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল খুলনা জেলা শাখার উদ্যোগে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল গতকাল শনিবার সকাল ১১টায় খুলনার গোলকমনি পার্ক থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খুলনা বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়। খুলনা জেলা যুবদলের সভাপতি এস এম শামীম কবিরের সভাপতিত্বে ও যুবদলের সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদের পরিচালনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, সরকারের কারাগর থেকে েেবগম খালেদা জিয়াকে মুক্ত করতে কঠোর কর্মসূচি পালন করতে হবে, প্রয়োজনে গনকারাবরণ কর্মসূচি পালনের ঘোষনা দিতে হবে, তাছাড়া তার মুক্তি সম্ভব নয়।
সমাবেশে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন মোল্লা আইয়ুব হোসেন, শেখ নাদিমুজ্জামান জনি, মোল্লা হুমায়ন কবির, মন্জুর আরেফিন, শফিকুল ইসলাম বাচ্চ,ু মাশকুর হাসান ফ্রান্স, সন্দীপ চট্টোপাধ্যায়, ইয়ারুল ইসলাম রিপন, মমিনুর রহমান সাগর, আফজাল ফারাজি, শেখ শামীম, হাবিবুর রহমান বেলাল, মাহমুদুল হাসান মিঠু, কুদরত ই এলাহি স্পিকার, রুবেল মীর, আব্দুর রাজ্জাক কচি, তৌহিদুর রহমান শান্ত, মিরাজুর রহমান, সোহেল রানা তুহিন, বদিউর রহমান, খন্দকার ফারুক হোসেন, প্রভাষক মঞ্জুর রশিদ, হাসান গাজী, তানভির আহমেদ, আব্দুল্লাহ আল মামুন, বাহাউদ্দিন বিশ্বাস, রেজাউল করিম খোকন, মো: কামাল হোসাইন, মনির লস্কর, সোবাহান গাজী, কবির শেখ, সাগর মাঝি, পঙ্কজ মণ্ডল, ওয়াহিদুর রহমান, সাগর হাওলাদার, আলম চৌধুরী, মিল্লাত, মো: লিটন, বাবুল শেখ, হুমায়ন, টুটুল, টিটো, তুহিন মন্ডল, হাফিজুর রহমান, রোকনুজ্জামান সেলিম, মাসুদ মল্লিক প্রমূখ।