খালেদা জিয়ার মুক্তির দাবিতে খুলনায় শ্রমিক দলের মানববন্ধন
খবর বিজ্ঞপ্তি
বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, একটি হয়রানিমুলক মামলায় বিচারের নামে প্রসহনে তিন-তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারান্তরীণ রেখেছেন। খালেদা জিয়ার সাথে সরকার ঐতিহাসিক মানবিকতা বিবর্জিত নিষ্ঠুর ও ঘৃণ্য আচারণ প্রদর্শন করেছে এবং করছে। ইতিহাস থেকে শিক্ষা নিন; ইতিহাস কাউকে ক্ষমা করে না।
গতকাল বুধবার বেলা ১১টায় নগরীর কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগর ও জেলা শ্রমিকদলের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় নগর বিএনপি’র সভাপতি উপরোক্ত বক্তব্য রাখেন।
মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, শাহারুজ্জামান মোর্ত্তজা, শেখ মোশাররফ হোসেন, জাফরউলাহ খান সাচ্চু, আঃ জলিল খান কালাম, সৈয়দা রেহেনা ঈসা, স ম আঃ রহমান, শাহাজালাল বাবলু, শেখ আব্দুর রশিদ, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শামসুল আলম পিন্টু, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, আজগর আলী খান, শফিকুল আলম তুহিন। জেলা শ্রমিকদলের সভাপতি বাবু উজ্জল কুমার সাহার সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠান পরিচালনা করেন নগর শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান ও মোঃ ইসমাইল হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেহেদী হাসান দীপু, মজিবুজ্জামান কচি, শামসুজ্জামান চঞ্চল, মাহাবুব হাসান পিয়ারু, একরামুল হক হেলাল, আতাউর রহমান রনু, শরিফুল ইসলাম বাবু, এমএ মান্নান, হেলাল আহমেদ সমুন, গোলাম মোস্তফা তুহিন, সাইমুন ইসলাম রাজ্জাক, দ্বীন মোহাম্মদ, শেখ সিদ্দিকুর রহমান, আযম ছরোয়ার, সৈয়দ আনোয়ার হোসেন, আবুল কালাম জিয়া, মোঃ মাহবুব হোসেন, জিএম মাহবুবুর রহমান, শফিকুল ইসলাম শফি, কাজী শহিদুল ইসলাম, আরব হাসান হাওলাদার, মোল্যা আকরাম হোসেন, সোহেল হাওলাদার, গাজী আকবর হোসেন, আঃ বারিক শেখ, মশিউর রহমান মিলন, জালাল হাওলাদার, সিরাজুল ইসলাম মালিক, শেখ মোঃ আলমগীর ও বাবুল গাজী প্রমুখ।