খালেদা জিয়ার মুক্তির গনআন্দোলন খুলনা থেকে শুরু হবে : মনা
খবর বিজ্ঞপ্তি
গতকাল শুক্রবার সকাল ১১টায় খুলনা বিএনপি’র দলীয় কার্যালয়ে আগামী ২৫ জুলাই বিকাল ৩টায় খুলনা বিএনপি’র বিভাগীয় মহাসমাবেশ সফলের লক্ষ্যে রূপসা থানা বিএনপির প্রস্তুতি সভা থানা বিএনপির সভাপতি খান জুলফিকার আলী জুলুর সভাপতিত্বে ও মোল্লা সাইফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সভাপতি এ্যাড. এসএম শফিকুল আলম মনা।
সভায় বক্তারা বলেন, বিএনপি’র চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়াকে একটি কাল্পনিক ও অসত্য মিথ্যা মামলায় দীর্ঘকাল ধরে কারারুদ্ধ করে রেখেছে এই সরকার। খালেদা জিয়া আজ চিকিৎসার জন্য এখন হাসপাতালে রয়েছেন। তাই দলীয় সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সব ভেদাভেদ ভুলে খালেদা জিয়ার মুক্তির গনআন্দোলন আগামী ২৫ জুলাই খুলনা থেকেই শুরু করুন।
সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন আমীর এজাজ খান, গাজী আব্দুল হক, মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, মনিরুল হাসান বাপ্পী, মোল্লা খাইরুল ইসলাম, সামসুল আলম পিন্টু, শেখ আজগর আলী, মুর্শিদুর রহমান লিটন, ইলিয়াস মল্লিক, হাফেজ আবুল বাসার, হিরু মল্লিক, রফিকুল ইসলাম বাবু, সামসুল বারিক পান্না, রাহাত আলী লাচ্চু, জাবেদ মল্লিক, হিরাঙ্গীর হোসেন হিরু, দুলাল আকন, বিকাশ মিত্র, আব্দুল মালেক, আনোয়ার হোসেন, শরিফুল ইসলাম বকুল, দিদারুল ইসলাম দিদার, শফিকুল ইসলাম বাচ্চু, মিকাইল বিশ্বাস, শাহাবুদ্দিন ইজারাদার, আব্দুর রহমান, আজিজুর রহমান, আইয়ুব মোল্লা, মঞ্জুর আরফিন, ফিরোজ মেম্বর, রুবেল মীর, ইসরাইল বাবু, রাসেল, খোকন, হান্নান শিকদার, হাবিবুর রহমান, জাবের আলী, দুলাল, সেলিম, রবি, ফয়সাল, শহিদ, মাসুম সরদার, আব্দুল বারিক, নজরুল প্রমুখ।