খালিশপুর থানা সিপিবি’র শীতবস্ত্র বিতরণ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টিÑসিপিবি’র খুলনা মহানগরীর খালিশপুর থানা কমিটির উদ্যোগে নিজস্ব কার্যালয়ে গতকাল শনিবার সন্ধ্যায় ৬:৩০ টায় অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। খুলনা মহানগর সিপিবি’র সভাপতি এইচ এম শাহাদাৎ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর সিপিবি’র সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার, যুব ইউনিয়নের কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি এড. নিত্যানন্দ ঢালী, প্রবীণ সিপিবি নেতা মোঃ দেলোয়ার হোসেন, খালিশপুর থানা সভাপতি মিজানুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রাসেল, শ্রমিকনেতা রিয়াজুর রহমান, এস এম চন্দন প্রমুখ। এ সময় নেতৃবৃন্দ বিত্তবানদের শীতার্তদের পাশে এগিয়ে আসার আহŸান জানান। নেতৃবৃন্দ শ্রমিকদের ১১ দফা দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকারও আহŸান জানান।