খালিশপুর থানা আ’লীগের শোক
খালিশপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম বাসারের শাশুড়ী এবং ষ্টার জুট মিলের সাবেক সিবিএ নেতা মরহুম হাবিবুর রহমানের স্ত্রী বেগম নুরুন্নাহার (৬৫) গত বৃহস্পতিবার বিকালে খালিশপুরের নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না … রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবৎ হার্টেও কঠিন রোগে ভুগছিলেন । মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ নাতি-নাতনি রেখে যান।
গতকাল শুক্রবার জুম্মাবাদ পিপলস গোল চত্তরে মরহুমার নামাজে জানাজা শেষে গোয়ালখালি গোরস্থানে দাফন করা হয়। নামাজে জানাজায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ আশরাফুল ইসলাম, থানা সভাপতি আলহাজ্ব এ কে এম সানাউল্লাহ নান্নু, সাধারন সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম বাসারসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ, সিবিএ, নন-সিবিএ শ্রমিক নেতারা অংশ নেন।
এদিকে, খালিশপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম বাসারের শাশুড়ীর মৃত্যুতে শোক জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ আশরাফুল ইসলাম, থানা সভাপতি আলহাজ্ব এ কে এম সানাউল্লাহ নান্নুসহ থানা আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, ৭ থেকে ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নের্তৃবৃন্দ।