খালিশপুর থানা আ’লীগের বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ
খবর বিজ্ঞপ্তি
মুজিববর্ষ উদযাপন উপলক্ষে খালিশপুর থানা আ’লীগের বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বেলা ৩টায় দলীয় কার্যালয় থেকে র্যালীটি বের হয়ে বৈকালী মোড়ে এসে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। র্যালী পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন খালিশপুর থানা আ’লীগের সভাপতি আলহাজ্ব এ,কে,এম সানাউল্যা নান্নু।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বি,এম ওবায়দুর রহমান ডাবলুর পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন নগর আ’লীগ নেতা শেখ ফারুক আহমেদ, আলহাজ্ব আশরাফুল ইসলাম, প্যানেল মেয়র আমিনুল ইসলাম মুন্না, কাউন্সিলর শেখ মোশারেফ হোসেন, তৈয়বুর রহমান, শহিদুল ইসলাম, আফসার উদ্দিন, নাসির উদ্দিন, তাজুল ইসলাম, আঃ মজিদ বকুল, জাহাঙ্গীর হোসেন, তরিকুল ইসলাম, কাওছার মৃধা, সমীর কুমার সরকার, ডাঃ. এস,এম সায়েম, শেখ সেলিম আহমেদ, আঃ সাত্তর লিটন, খসরুল আলম, কাজী শাফায়েত হোসেন প্যারেট, মোঃ জাকির হোসেন, মোর্শেদ আহমেদ মনি, কাজী এনায়েত আলী আলো, শফিউল্যা, কামরুজ্জামান বাবলু, জিয়াউল আলম খোকন, মোল্যা হয়াদার আলী, শাহজাহান জমাদ্দর, শেখ আসলাম, সরদার আলী আহমেদ, ইমরুল ইসলাম, জিয়াউর রহমান, মহিলা কাউন্সিলর পারভিন আক্তার, এ্যাডঃ মেমোরী সুফিয়া রহমান শুনু, রাহিমা আক্তার হেনা, মুন্সি আঃ ওয়াদুদ, খুরশিদ আহমেদ টোনা, মাহফুজুর রহমান লিটন, মোঃ ডালিম, মনিরুজ্জামান, শারমিন রহমান শিখা, রেহানা গাজী, তাসলিমা লিমা, শাহানা শারমিন, মুরাদ হোসেন, গাজী মোশারেফ, আঃ রহমান, ইয়াসির আরাফাত, আব্দুল্লা আল মামুন।