খালিশপুর থানা আ’লীগের বর্ধিত অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
গতকাল শুক্রবার সন্ধ্যায় গোয়ালখালী কমিউনিটি সেন্টারে খালিশপুর থানা আওয়ামী লীগের বর্ধিত সভা থানা সভাপতি আলহাজ্ব একেএম ছানাউল্লাহ নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।
সভায় আরো বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা শেখ মোঃ ফারুক আহমেদ, আলহাজ্ব আশরাফুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম, সরদার মোতাহার উদ্দিন, আমিনুল ইসলাম মুন্না, ওয়ার্ড কাউন্সিলর মোমেরী সুফিয়া রহমান শুনু, পারভীন আক্তার, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, মক্কী মিজানুর রহমান, ডাঃ এস এম সায়েম, কাজী এনায়েত আলী আলো, আঃ সাত্তার লিটন, এস এম মোর্শেদ আহমেদ মনি, মোঃ সফিউল্লাহ, শাহাজাহান জমাদ্দার, জিয়াউল আলম খোকন, সরদার আলী আহমেদ, মোঃ ইমরুল ইসলাম, শ্রমিক নেতা মুরাদ হোসেন, গাজী মোশারফ হোসেন, মহিলালীগের শারমীন রহমান শিখা, যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন মিলন, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম অভি, সভা পরিচালনা করেন যুগ্ম সম্পাদক ওবায়দুর রহমান ডাবলু।
সভায় মুজিববর্ষ উপলক্ষে ১লা মার্চ বিকালে খালিশপুর থানা আওয়ামী লীগের বর্ণাঢ্য র্যালি বের করা হবে। এছাড়া ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শততম জন্মদিন উপলক্ষে কেক কাটার সিন্ধান্ত গৃহিত হয়।