খালিশপুর আল-ফালাহ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
খালিশপুরের আল-ফালাহ্ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টায় স্কুলের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখে খুলনা কর অঞ্চলের সাবেক কমিশনার ও বর্তমানে চট্টগ্রাম কর অঞ্চল-১ এর কমিশনার মোঃ ইকবাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাতা ক্বারী মোঃ ইউনুস খান। প্রধান বক্তা ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক নূর হাসান জনি। আমন্ত্রিত অতিথি ছিলেন দৈনিক সময়ের খবরের স্টাফ রিপোর্টার মোহাম্মদ মিলন। শিক্ষক আবু তালেবের পরিচালনায় বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রমজান আলী, শিক্ষক মোহাম্মদ আলী, হাফিজা খাতুন, শাহিনা খাতুন, মোঃ জাহাঙ্গীর আলম, রেশমা রহমান, নাজ ও পারভেজ আলম প্রমুখ।