April 24, 2025
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্ট

খালিশপুরে হত্যাকান্ডের প্রতিবাদে মহানগর ছাত্রলীগের বিবৃতি

খবর বিজ্ঞপ্তি
গত মঙ্গলবার খুলনা খালিশপুরে সন্ত্রাসীদের হামলায় একজন নিহত হওয়ায় এবং খুলনা মহানগর ছাত্রলীগের সদস্য জোবায়ের হোসেন সহ আরও একজন আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে খুলনা মহানগর ছাত্রলীগ। এ ঘটনায় খুলনা মহানগর ছাত্রলীগ নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় সাথে সাথে নিহতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে।
খুলনা মহানগর ছাত্রলীগ নেতৃবৃন্দ আরও বলেন, এই ঘটনার সাথে মহানগর ছাত্রলীগের কেউ জড়িত নয়ে এবং এই ঘটনার সাথে যে বা যারাই জড়িত তাদের কে দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের নিকট আহবান জানাচ্ছি। বিবৃতিদাতারা হলেন- নগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *