খালিশপুরে সাবেক ছাত্রলীগ ফোরামের কর্মী সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
মহান বিজয় দিবস উপলক্ষে সাবেক ছাত্রলীগ ফোরাম খুলনা দৃষ্টিহীন অবস্থায় বাংলাদেশে প্রথম নির্বাচিত ভি.পি. ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আতিকুজ্জামান সেলিমের সভাপতিত্বে, খুলনাস্থ খালিশপুর থানা আওয়ামী লীগ কার্যালয়ে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মীসভায় মহান বিজয় দিবসের সকালে হাজি মুহাম্মদ মুহসিন কলেজ শহীদ মিনারের পাদদেশে দুর্নীতি ও মাদক মুক্ত সমাজ গঠনের অঙ্গিকার গ্রহন, সন্ধ্যায় কয়েকটি অসচ্ছল পরিবারকে প্রয়োজনীয় শীতবস্ত্র বিতরণসহ আওয়ামী লীগের নেয়া মহান বিজয় দিবসের সকল কর্মসুচিতে অংশগ্রহণ করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। একই সাথে আগামী ১০ই ডিসেম্বর নগর ও জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে সাফল্য মন্ডিত করতে সকলের প্রতি উদাত্ব আহবান করা হয়।
সাবেক খুলনা মহানগর ছাত্রলীগ নেতা ও খালিশপুর থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক বাবুল হোসেন ব্যাপারীর পরিচালনায় উক্ত কর্মীসভায় আরও বক্তব্য রাখেন সাবেক মহানগর ছাত্রলীগ নেতা আশরাফুজ্জামান খোকন, সাবেক মহানগর ছাত্রলীগ নেতা নুর হোসেন, সাবেক জেলা ছাত্রলীগ নেতা ভি.পি. ইঞ্জিঃ ম, কামাল হোসেন, ডাঃ সাইদুর রহমান, সাবেক মহানগর ছাত্রলীগ নেতা ভি.পি চৌধুরী মিরাজুর রহমান, সাবেক জি.এস মোঃ ফারুক উদ্দিন লিটন, সাবেক থানা ছাত্রলীগ নেতা ইঞ্জিঃ হোসাইন আল মামুন (মুন্না), সাবেক কলেজ ছাত্রলীগ সদস্য সচিব কাজি নেয়ামুল হক (মিঠু), আবুল কালাম আজাদ, মোঃ কামাল হোসেন, আব্দুর রাজ্জাক, মোঃ নাসিরুল ইসলাম মাছুম, মোঃ রাফিকুজ্জামান, মোমিনুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।