খালিশপুরে সজিব স্মৃতি ফুটবলে আব্দুলাহ স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন
খবর বিজ্ঞপ্তি
খালিশপুর ফুটবল একাডেমির আয়োজনে এবং সাবেক ছাত্রলীগ ফোরামের উদ্যোগে সজিব স্মৃতি ফুটবল টুর্নামেন্টে আব্দুল্লাহ স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল শুক্রবার বিকেলে খালিশপুর পিপলস্ জুট মিল মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়েছে ফাহাদ এফসিকে।
নির্ধারিত সময়ে খেলাটি ২-২ গোলে অমিমাংসিত ভাবে শেষ হয়। আব্দুল্লাহ স্মৃতির পক্ষে রাকিব একাই গোল দু’টি করেন। ফাহাদ এফসির গোল দু’টি করেন সুমন ও হাসিব। ফলে খেলার নিষ্পত্তি হয় টাইব্রেকারে। খেলায় রেফারী ছিলেন মনির শেখ, রাসেল ও রাকিব।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন প্যানেল মেয়র আমিনুল ইসলাম মুন্না। বিশেষ অতিথি ছিলেন ১১নং ওয়ার্ড কাউন্সিলর মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল ওয়াদুদ, ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, খালিশপুর জুট মিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ মো. ইব্রাহিম ও এসবিআলি ফুটবল একাডেমির সভাপতি বাবুল হোসেন বাবলা। কেন্দ্রীয় ছাত্রলীগ সাবেক নেতা আতিকুজ্জামান সেলিমের সভাপতিত্বে মাঠে উপস্থিত ছিলেন সানমনিং ক্লাবের সভাপতি আদিলুজ্জামান আদিল, কাজী নেয়ামুল হক মিঠু, কামাল, উজ্জ্বল, রাজ্জাক, মোমিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।