খালিশপুরে বাপ্পী হত্যা মামলার চার্জশিটে অভিযুক্ত ১৬
দ. প্রতিবেদক
খুলনা মহানগরীর খালিশপুরে বাপ্পী (২৮) হত্যা মামলায় ১৬ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয়া হয়েছে। হত্যাকাণ্ডের প্রায় সাত মাস পর সোমবার আদালতে এ মামলার চার্জশিট জমা দেন পুলিশের তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মো. মিজানুর রহমান।
চার্জশিটে উল্লেখিত অভিযুক্তরা হলো- মো. সুজন (২৭), মো. পলাশ (২৬), মো. সুমন (৩২), শাহিন (৩৫), শাবানা (৩০), ফারমান (২৮), সেলিম (২৮), মঈন (৩১), নাদিম (৩২), নওশাদ (২৯), ছেদি (২৮) ও ইরফান (২৮), রাসেল (২৫), ইমরান (২১), আকবর হোসেন মাইনু (৩০), মাহবুব (২৫)। এদের মধ্যে ১০ জন আসামী আটক আছে। বাকীরা পলাতক রয়েছে।
উল্লেখ্য, গত ১৬ জুন দুপুর ১টার দিকে মহানগরীর খালিশপুরের এক নম্বর বিহারী কলোনি এলাকায় বাপ্পীকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে ১৮ জুন চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বাপ্পী। এদিনই বাপ্পীর স্ত্রী রানী খাতুন বাদী হয়ে মামলা দায়ের করেন।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ