খালিশপুরে চোরের লাঠির আঘাতে বৃদ্ধা নিহত
দ: প্রতিবেদক
খুলনায় চোরের লাঠির আঘাতে কালি রাণী সেন (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে মহানগরীর খালিশপুরের ২নং নেভিগেট এলাকায় নিজ বাড়িতে ওই বৃদ্ধাকে হত্যা করা হয়। কালি রাণী ওই এলাকার মৃত সনাতন সেনের স্ত্রী। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এডিসি সোনালী সেন ও খালিশপুর থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে ওই বাসায় কালী রাণী ছাড়া আর কেউ ছিলেন না। বৃদ্ধার পুত্রবধূ তার দুই সন্তানকে নিয়ে স্থানীয় চরেরহাটে খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ে ছিলেন। বৃদ্ধার বড় ছেলে ঢাকায়, মেঝো ছেলে বাগেরহাটে ও ছোট ছেলে দিল্লিতে কর্মরত।
খালিশপুর থানার ওসি (তদন্ত) সাবিরুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা কালি রাণীকে লাঠি দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য কালি রাণীর মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
খালিশপুর থানার এসআই রাকিবুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, চুরি করতে এসে কেউ বৃদ্ধাকে লাঠি দিয়ে আঘাত করেছে। এতে তার মৃত্যু হয়েছে।