খালিশপুরে আউট সোর্সিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
চিন্তা ক্রিয়েটিভ আয়োজনে ৯৯ ডিজাইন মিট আপ (মিলন মেলা) খুলনা গতকাল শনিবার দিনব্যাপী খালিশপুর প্লাটিনাম মিল অফিসার্স ক্লাবে চলে নানা আয়োজন। দেশের বিভিন্ন জেলা থেকে আগত আউট সোর্সিং শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জাহিদ হোসেন। সভাপতিত্ব করেন আইটি বিশেষজ্ঞ রুহুল আমিন রুবেল। উপস্থাপনায় ছিলেন মোঃ শাহিন হোসেন।
অংশ নেন শাহীন সরোয়ার, মীর ইমরান হোসেন, হাবিবুর রহমান, জাহিদ হোসেন রাজু, আবির মাহমুদ, শহিদুল ইসলাম জসিম, বেলাল হোসাইন, ইমরান মুন্সী, হাফেজ আমিনুর রহমান, মেহেদী হুসাইন নাজমুল, আবু বক্কর, রফিকুল ইসলাম, শিমুল শেখ প্রমূখ।
দিনব্যাপী চলে আউট সোসিং-এর উপর দক্ষতা বৃদ্ধির কলাকৌশল শিখানো, ইংলিশ ভাষার ওপর দক্ষতা বৃদ্ধি, ডিজাইন নিয়ে বিস্তারিত আলোচনাসহ নানা বিষয়ের উপর অভিজ্ঞতা বিনিময় হয়। অনুষ্ঠানে আইটি উদ্যোক্তা ও উচ্চ পর্যায়ের ডিজাইনারগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন, বাংলাদেশের তরুনদের আউট সোর্সিং দক্ষতা বৃদ্ধির জন্য এমন সেমিনারের প্রয়োজন রয়েছে।