খালিশপুরে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার
দ: প্রতিবেদক
নগরীতে অভিযান চালিয়ে অস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে খালিশপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ মাসুদ খাঁ (৩৯) মাদারীপুরের রাজৈর থানার ভূমিহীন পাট্টা পুট্টা কাঠের পুল গুচ্ছ গ্রাম’র মোঃ মফিজ খাঁ’র ছেলে। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১০ টায় তাকে গ্রেফতার করা হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (আরসিডি) শেখ মনিরুজ্জামান মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে খালিশপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে বিআইডিসি রোডের জাহাঙ্গীর @ গাঁজা জাহাঙ্গীর এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে আসামী মাসুদ খাঁকে একটি দেশীয় তৈরি শাটারগান ও ২ রাউন্ড রাইফেল এর গুলিসহ গ্রেফতার করে। আসামী একজন অস্ত্রধারী সন্ত্রাসী বলে তিনি জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।