খালিশপুরে অসহায় কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ
খবর বিজ্ঞপ্তি
আজ মঙ্গলবার সকাল ১১টায় নগরীর খালিশপুর থানাধীন ১৫নং ওয়ার্ডের গাবতলা এলাকায় অসহায় ও কর্মহীন মানুষের মাঝে উপহার সামগ্রী (ত্রাণ) বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে উপহার বিতরণ করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারন সস্পাদক এমডিএ বাবুল রানা। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ আশরাফুল ইসলাম, সাবেক দপ্তর সস্পাদক আলহাজ্ব মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, খালিশপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম বাসার, থানা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সস্পাদক মোঃ হুমায়ুন কবীর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার।
উল্লেখ্য, আওয়ামী লীগ নেতা আব্দুল জব্বারের ব্যক্তিগত উদ্যোগে এলাকার ১৫০ জন অসহায় মানুষের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়।