খানাবাড়ী গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষকের সুস্থতা কামনায় দোয়া
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানাবাড়ী গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক আসাদুজ্জামান, গত ১০ ডিসেম্বর সন্ধায় খুলনা আ’লীগের সম্মেলন থেকে মাহেন্দ্রা যোগে বাড়ী ফেরার পথে নগরীর বয়রায় জিপিও’র সামনে আদদ্বীন হাসপাতালের এম্বুলেন্সের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য ঢাকা ধানমন্ডি আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমে এবং বর্তমানে তিনি ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎ]সাধীন রয়েছেন। তার সুস্ততা কামনায় গতকাল বিদ্যালয়ের প্রাত্যহিক সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের নিয়ে এক দোয়া অনুষ্ঠান হয়। এদিকে গুরুতর অসুস্থ শিক্ষক আসাদুজ্জামানের গত মঙ্গলবার ঢাকা পঙ্গু হাসপাতালে সফল অস্ত্রপাচার সম্পন্ন হয়েছে।