খানজাহান আলী বিএম কলেজে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
খানজাহান আলী থানা প্রতিনিধি
খানজাহান আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের শিক্ষার্থী ও অভিভাবকদের প্রীতি সমাবেশ গতকাল মঙ্গলবার সকাল ১০টায় কলেজের প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ বিশ^াসের সভাপতিত্বে প্রীতি সমাবেশে প্রধান অতিথি ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তর খুলনার আঞ্চলিক পরিচালক অনিমেশ পাল। বিশেষ অতিথি ছিলেন কারিগরি শিক্ষা খুলনা আঞ্চলিক পরিদর্শক শেখ মুস্তাফিজুর রহমান, বাংলাদেশ বিএম কলেজ অধ্যক্ষ সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি এস এম মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ মাসুদুর রহমান, খানজাহান আলী টি.বি এম কলেজের সভাপতি সেলিনা সুলতানা, দিঘলিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাহফুজুর রহমান, কারিগরি শিক্ষা অধিদপ্তর খুলনার আঞ্চলিক সহকারী পরিদর্শক সুশান্ত কুমার সাহা।
কলেজের প্রভাষক মো. ইউসুফ শিকদারের সঞ্চালনায় বক্তৃতা করেন, অধ্যক্ষ মো. সাইফুল্লাহ, অধ্যক্ষ মো. হাফিজুল ইসলাম, অধ্যক্ষ মো. আমিনুর রশিদ, অধ্যক্ষ মো. রহমত আলী, অধ্যক্ষ এস এম আসাদুজ্জামান, অধ্যক্ষ রিংকু সুলতানা, অধ্যক্ষ হাবিবুল আল মাহমুদ, অধ্যক্ষ শ্যামল কুমার সরকার, প্রধান শিক্ষক দিলিপ কুমার মল্লিক, মহিলা মেম্বর মাহফুজা খাতুন, মেম্বর জি এম এনামুল কবির, সাবেক প্রধান শিক্ষক সরদার আজগর আলী, ফকির মোকসেদ আলী, গাজী আবু জাফর, ফকির আফজাল হোসেন, প্রভাষক নাসিমা আখতারি, মোতাহার রহমান খান, দিপঙ্গার জোয়াদ্দার, মো. মশিয়ার রহমান, শতদল জোয়াদ্দারসহ স্থানীয় গন্যমান্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। পরে কলেজের ছাত্র-ছাত্রী, অভিভাবক, সামাজিক ব্যক্তিত্ব ও সুধি সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ মধ্যাহৃ ভোজে অংশগ্রহন করেন। শেষে কলেজের শিক্ষার্থী ও বাংলাদেশ বেতারের শিল্পিরা সংগীত পরিবেশন করেন।