খানজাহান আলী থানা সড়ক পরিবহন শ্রমিক লীগের দোয়া মাহফিল
ফুলবাড়ীগেট প্রতিনিধি
বীর মুক্তিযোদ্ধা ও শ্রমিক নেতা শহীদ অধ্যাপক আবু সুফিয়ানের (বীর প্রতীক) ৪৭তম শাহাদাত বার্ষিকি উপলক্ষ্যে খানজাহান আলী থানা সড়ক পরিবহন শ্রমিক লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল গতকাল সোমবার সন্ধায় ফুলবাড়ীগেট নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। খানজাহান আলী থানা সড়ক পরিবহন শ্রমিক লীগের কার্যকরী সভাপতি মোঃ হানিফের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ৩৩নং ওয়ার্ড আ’লীগের সভাপতি ইউসুফ আলী খলিফা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা তরিকুজ্জামান মনির, মহানগর সড়ক পরিবহন শ্রমিকলীগের সহ-সভাপতি মোঃ রানা, মোঃ নাসির খান, খানজাহান আলী থানা সড়ক পরিবহন শ্রমিক লীগের প্রচার সম্পাদক মোঃ এবাদ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন ম্যোঃ বাদশা মিয়া,মোঃ আবুল কালাম, নওশের মোল্যা, মোঃ আলম, মোঃ মনির ইসলাম, মোঃ রফিকুল, তুসার, মনিরুজ্জামান, মোঃ রিজাউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মোঃ আবু বক্কর।