খানজাহান আলী থানা সাবেক ছাত্রলীগ ফোরামের প্রতিবাদ সভা
খানজাহান আলী থানা প্রতিনিধি
সাবেক ছাত্রলীগ ফোরাম খানজাহান আলী থানা শাখার উদ্যোগে ফুলবাড়ীগেট আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্র্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি’র ও খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক মোঃ সাজ্জাদুর রহমান লিংকনের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৪টায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তৃতা করেন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ শাকিল আহম্মেদ, সাধারণ সম্পাদক এফ এম জাহিদ হাসান জাকির, অধ্যাপক এস এম আনিসুর রহমান, আবু হেনা বাবলু, তরিকুজ্জামান মনির, মিজানুর রহমান রুপম, হাবিবুর রহমান, আঃ রাজ্জাক, আঃ রব, মামুনুর রশিদ জুয়েল, রনি খলিফা, আক্কাস আলী রুবেল।