খানজাহান আলী থানা শাখা নিসচা’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নিরাপদ সড়ক চাই এর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে ১ডিসেম্বর খানজাহান আলী থানা শাখার উদ্যোগে কেক কাটার মধ্য দিয়ে ব্যাপক কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল পতাকা উওোলন, আলোচনা সভা, সড়কে দুর্ঘটনা রোধকল্পে গণসচেনতা বৃদ্ধির লক্ষে লিফলেট বিতরণ। সকাল ১১টায় শিরোমণি নিজস্ব কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক ও ইউপি সদস্য শেখ আব্দুস সালাম।
সদস্য সচিব মোঃ লুৎফর রহমান লিটনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কেসিসি ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শিরোমণি হাফিজিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শেখ সিরাজুল ইসলাম, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সভাপতি শেখ বদর উদ্দিন , যোগীপোল ইউপি সদস্য শাহ মোঃ আমিরুল ইসলাম। বক্তৃতা করেন বজলুর রশিদ, শরিফ রকিবুল ইসলাম বিপ্লব, মিয়া খালিদ হোসেন, শেখ আব্দুস সামাদ, মোঃ জাকির হোসেন, মোঃ বাচ্চুশেখ, মোঃ নাঈম সরদার, শেখ আব্দুর রব, কাজী শামসুর রহমান, মোঃ হাবিবুর রহমান, মোঃ রিয়াজ, আলী শেখ, তরিকুল ইসলাম নয়ন প্রমুখ। আলোচনা শেষে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকি পালন করা হয়।