খানজাহান আলী থানা যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
খানজাহান আলী থানা প্রতিনিধি
খানজাহান আলী থানা যুবলীগের বিশেষ বর্ধিত সভা গতকাল সন্ধ্যায় ফুলবাড়ীগেট আওয়ামী লীগের দলীয় কার্র্যালয়ে অনুষ্ঠিত হয়। খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক ও খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সাজ্জাদুর রহমান লিংকনের সভাপতিত্বে এবং থানা যবলীগের যুগ্ম আহবায়ক অলিয়ার রহমান রাজুর পরিচালনায় বক্তৃতা করেন, মোহন মুন্সি, মোস্তাফিজুর রহমান মানিক, রহমাতুল্লাহ সাথি, যুবাবেয়র হোসেন লিটু, শেখ রাসেল, জাহিদ আল মামুন, ইসতিয়াক হোসেন, রুবেল জসিম, হারান, মোঃ সুমনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তৃতা করেন। বর্ধিত সভায় থানার বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় সর্বস্মতিক্রমে আসন্ন দিঘলিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে থানা যুবলীগের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান রুপমকে দলীয় মনোনয়ন প্রদানের আহবান জানান হয়।