খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার ফোরামের কমিটি গঠন
খানজাহান আলী থানা প্রতিনিধি
মুক্তিযোদ্ধা ৭১ এর সাধারণ সভা গতকাল মঙ্গলবার আছরবাদ ফুলবাড়ীগেটস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার স.ম রেজওয়ান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার ফোরামের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিট্ িগঠন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলীকে আহবায়ক, যুগ্ন আহবায়ক মো. বাবর আল সরদার, শেখ আব্দুল গনি, আলেক শেখ, আ. মান্নান মিয়া, সদস্য সচিব শেখ মো. আজাদ, সদস্য মো. নজরুল ইসলাম, মো. ইঞ্জিল কাজী, আজগর কাগজী, মো. এয়ার আালী মোল্যা, ক্যাপ. দেলোয়ার হোসেন, মিনা আছাহাব উদ্দিন, দুলাল মন্ডল, মালেক বাবুচী, মামুন ফরাজী (মুক্তিযোদ্ধার সন্তান), গোলাম রহমান মিনা, শেখ ছাব্বির (শহীদ পরিবার), নুরুন্নাহার (যোদ্ধাহত), জোসনা রানী (পুত্রবধু) ও রাজিয়া সুলতানা (মুক্তিযোদ্ধার সন্তান) করে ২১ সদস্যের আহবায়ক কমিটির ঘোষণা দেওয়া হয়।