খানজাহান আলী থানা গাঙচিলের জরুরী সভা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর খানজাহান অলীথানা শাখার গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের জরুরী আলোচনা সভা ও কবিতা পাঠ অনুষ্ঠান গতকাল বিকাল ৫টায় ফুলবাড়ীগেট কুয়েট রোডস্থ বঙ্গ প্রদীপে সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। গাঙচিল খানজাহান আলী থানা শাখার সভাপতি এস এম আব্দুর রহমানের সভাপত্বিতে আলোচনা সভা ও কবিতা পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন গাঙচিলের কেন্দ্রীয় কমিটির অর্থ পরিচালক ও সাবেক ব্যাংকার কবি ও সাহিত্যিক সৈয়দ আশরাফ আলী, মোহনা সাহিত্য ও সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা মোঃ মোজাফ্ফর, সভাপাতি জি এম সোলায়মান আলী, সহ-সভাপতি ডাঃ নিরাপদ বসাক, সাধারন সম্পাদক মোঃ ওলিউর রহমান, শেখ মোজাফ্ফার, মিন্টু কুমার নন্দী, হোসেন, হাদিউজ্জামান, খানজাহান অলী থানা শাখার গাঙচিল সাহিত্য সংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক কবি ডাঃ হাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে কবিতা পাঠ করেন, কবি খান আকছির আহম্মেদ, পিজিএল ইউনুস আলী, আব্দুল গফ্ফার, সৈয়দ মুকিদ, কবি ও সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস, প্রদীপ আচর্য্য, ওবায়দুর রহমান, আলাউদ্দিন, রূপা বাড়ই, হাসিব প্রমুখ।