খানজাহান আলী থানা ইসলামী ছাত্র আন্দোলনের সস্মেলন অনুষ্ঠিত
খানজাহান আলী থানা প্রতিনিধি
খানজাহান আলী থানা ইসলামী ছাত্র আন্দোলনের সম্মেলন গতকাল শুক্রবার দুপুর আড়াইটায় ফুলবাড়ীগেট জামিয়া কারিমিয়া মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মহানগর ইসলামী আন্দোলনে সভাপতি মুফতি মুহা. আমানুল্লাহ। প্রধান বক্তৃতা ছিলেন মহানগর ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি এইচ এম খালিদ সাইফুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন মংলার আমীর মো. ইব্রাহিম হোসেন ও মো. মাহাদী হাসান।
খানজাহান আলী থানা ইসলামী ছাত্র আন্দোলনে সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহতাব হোসেনের পরিচালনায় বক্তৃতা করেন মাও. সিরাজুল ইসলাম, আলহাজ্জ দেলোয়ার হোসেন, মাষ্টার মঈনুদ্দিন ভুইয়া, মো. আজাদ মোল্যা, মো. কামরুজ্জামান, মো. আল আমিন, মো. সাব্বির হোসেন, মো. নুর ইসলাম. মো. বায়জিদ হোসেন, মো. মঞ্জুরুল হুদা, মো. ফেরদাউস. মো. মিরাজুল ইসলাম, মো. রিয়াজ হাওলাদার প্রমুখ নেতৃবৃন্দ। সম্মেলন শেষে আগামী ২০২০ সেশনের জন্য খানাজাহান আলী থানা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি রিয়াজ হাওলাদার, সহ-সভাপতি মো. হাসিবুর রহমান. সাধারণ সম্পাদক মাহতাব হোসেনসহ ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়।