খানজাহান আলী থানা আ’লীগের সভায় ২ জনকে স্থায়ীভাবে বহিস্কারের সিদ্ধান্ত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানা আওয়ামী লীগের এক জরুরি সভা রবিবার সন্ধায় ফুলবাড়ীগেটস্থ দলীয় কার্যালয়ে থানা সভাপতি শেখ আবিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় দলীয় সিদ্ধান্ত অমান্য করে যোগিপোল ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হওয়ায় থানা আ’লীগের সহ-সভাপতি মাস্টার মনিরুল ইসলাম ও আ’লীগ কর্মী মোঃ ফয়সাল হোসেনকে সংগঠন থেকে স্থায়ী বহিস্কারের সিদ্ধান্ত গৃহিত হয়। একই সাথে যারা বহিস্কৃত মাস্টার মনিরুল ইসলাম ও ফয়সাল হোসেনের সাথে সহযোগিতা পাওয়ার পক্ষে কাজ করবে তাদের বিরুদ্ধেও দলের গঠনতন্ত্র মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়।
থানা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী জাকারিয়া রিপনের পরিচালনায় সভায় বক্তৃতা করেন মনগর আ’লীগের সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা, সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, শেখ ইউনুছ আলী, মাহাবুব আলম সোহাগ, ফারুক হোসেন হিটলু, শেখ আনিসুর রহমান, সলেমান মুন্সি, মোড়ল আনিসুর রহমান, সেলিম রেজা, মনির সিকদার, শেখ কামাল আহম্মেদ, এস এ শহিদ, দুলাল চন্দ্র সরকার, শেখ মেহেদি হাসান, জাকির হোসেন, এসএম মনিরুজ্জামান মুকুল, খান লিয়াকত আলী, সৈয়দ কিসমত আলী, শেখ গোলাম মোস্তফা, হাবিবুর রহমান, লিয়াকত মুন্সি, বাবুল হোসেনসহ থানা আ’লীগের নেতৃবৃন্দ।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ