December 21, 2024
আঞ্চলিক

খানজাহান আলী থানা আ’লীগের উদ্যোগে গণআনন্দ মিছিল

ফুলবাড়ীগেট প্রতিনিধি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে খানজাহান আলী থানা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল রবিবার বিকাল ৪টায় ফুলবাড়ীগেট দলীয় কার্যালয় থেকে গণ আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গণমিছিলটি খুলনা যশোর মহাসড়কের ফুলবাড়ীগেট, বাদামতলা এবং শিরোমণির গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শিরোমণি দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমানের পরিচালনায় বক্তৃতা করেন মহানগর আ’লীগের সাবেক সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক শেখ ইউনুছ আলী, সাবেক মহানগর সদস্য স.ম রেজওয়ান আলী, থানা আ’লীগের সহ-সভাপতি আ. রউফ খান খোকন, আলহাজ্জ শেখ মনিরুল ইসলাম, মাষ্টার মনিরুল ইসলাম, মোড়ল আলহাজ্জ আনিছুর রহমান, সলেমান মুন্সি, সেলিম রেজা, শেখ কামাল আহম্মেদ, কাজী জাকরিয়া রিপন, ২নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আলহাজ্ব মোঃ শাহাবুদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান মুকুল, ৩৩নং ওয়ার্ড আ’লীগের সভাপতি ইউসুফ আলী খলিফা, সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান, শেখ মেহেদী হাসান, ৩৪নং ওয়ার্ড আ’লীগের সভাপতি শেখ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক খ.ম লিয়াকত আলী, ৩৫নং ওয়ার্ড সভাপতি আলহাজ্জ খান হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শেখ আ.হক, ৩৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সরদার আঃ হামিদ, সাধারণ সম্পাদক সৈয়দ কিসমত আলী,  সুরুজ্জামান হানিফ, আবু হেনা বাবলু, খায়রুল ইসলাম, শেখ গোলাম রসুল, তরিকুজ্জামান মনির, মোস্তাফিজুর রহমান মানিক, থানা যুবলীগের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান রুপম, অলিয়ার রহমান রাজু, মাসুম খন্দকার, কামরুল ইসলাম, ইসমাইল হোসেন ইমন, মুন্সি কামাল হোমেন, রানা হাওলাদার, সাবেক মেম্বর শহিদুল ইসলাম, মো. শফিউদ্দিন শফি, জাহিদ আল মামুন, ইমরান আলী রনি, মো. বায়জিত সরদার, সাইফুল ইসলাম বাবু, লিয়াকত মুন্সি, থানা মহিলা লীগের সভাপতি মুক্তা বেগম, সাধারণ সম্পাদক শাহরা ইরানী পিয়া, নার্গিস খানম, নিলুফার ইয়াসমিন, আম্বিয়া বেগম। গণআনন্দ মিছিল ও সমাবেশে ২, ৩৩,৩৪,৩৫ ও ৩৬নং ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *