খানজাহান আলী থানা আ’লীগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত
খানজাহান আলী থানা প্রতিনিধি
খানজাহান আলী থানা আওয়ামীলীগের এক প্রতিবাদ সভা গতকাল শনিবার বিকাল ৫টায় কুয়েট রোর্ডে অনুষ্ঠিত হয়। খানজাহান আলী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও যোগীপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আনিছুর রহমানের সভাপত্তি¡তে প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামীলীগের সহ- সভাপতি ও বাজার বণিক সমিতির সভাপতি বেগ লিয়াকত আলী। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক শেখ ইউনুস আলী।
অন্যানের মধ্যে বক্তৃতা করেন মহানগর আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী, হামিদ সরদার, ইকবাল হোসেন, সলেমান মুন্সি, সাইফুল ইসলাম লিটু, শেখ মনিরুল ইসলাম, আব্দুল জলিল হাওলাদার, বেগ আনিছুর রহমান, এস এ শহিদ, সাহিদুজ্জামান সাইদ, মনির শিকদার, সুজরুজ্জামান হানিফ, শেখ হাফিজুর রহমান, আব্দুল হক, লিয়াকত মুন্সি, বাবুল হোসেন, রিপন, আবুল কালাম আজাদ, আহসান হাবিব লাবুল, তালেবুর রহমান রাকিব, সোহেল প্রমূখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ কামাল হোসেন ও যোগিপোল ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ খালিদ হোসেনের নামে মিথ্যা নামে মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেত্রী ও মাননীয় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান (এম পি) এর রোগ মুক্তির কামনা করেন।