খানজাহান আলী থানার ওসি বদলী : তদন্ত কমিটি গঠন
দ. প্রতিবেদক
খুলনা মহানগরীর খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শফিকুল ইসলামকে বদলী করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) কানাই লাল সরকার।
তিনি বলেন, সম্প্রতি থানার সার্বিক বিষয় বিবেচনা করে তাকে সোয়াটের পরিদর্শক পদে বদলী করা হয়েছে। পাশাপাশি বিষয়গুলো তদন্ত করার জন্য অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) এস এম ফজলুর রহমানকে আহবায়ক করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে মশিয়ালীর ট্রিপল মার্ডার মামলার তদন্ত কর্মকর্তাকেও পরিবর্তন করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৬ জুলাই নগরীর খানজাহান আলী থানার মশিয়ালী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় ৩ জন এবং এলাকাবাসীর গণপিটুনীতে ১ জন নিহত হয়। নিহতরা হলেন গিলাতলার মশিয়ালী এলাকার মোঃ নজরুল ইসলাম (৬০), একই এলাকার গোলাম রসুল (৩০) ,কলেজ ছাত্র মোঃ সাইফুল ইসলাম (২৭) এবং জেহাদ শেখ (৩৪)। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত চারজনকে আটক করেছেন। এরা হলেন জাফরিন, জাহাঙ্গীর, রহিম আকুঞ্জি এবং আরমান।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ