December 21, 2024
জাতীয়

খাগড়াছড়িতে সংঘর্ষে নিহত ৪ জনের বিরুদ্ধে বিজিবির মামলা

দক্ষিণাঞ্চল ডেস্ক

খাগড়াছড়িতে বিজিবি-গ্রামবাসী ‘সংঘর্ষে’ এক পরিবারের নিহত চার সদস্যের বিরুদ্ধে মামলা করেছে বিজিবি। মাটিরাঙ্গা থানার ওসি শামসুদ্দিন ভুঁইয়া জানান, বিজিবি ৪০ ব্যাটালিয়নের হাবিলদার ইসহাক আলী বৃহস্পতিবার সকালে তাদের থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাত আরও ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার গাজীনগর এলাকায় বিজিবি-গ্রামবাসী ‘সংঘর্ষে’ সীমান্তরক্ষী বাহিনীর এক সদস্যসহ পাঁচজন নিহত হন। তাদের মধ্যে চারজন এক পরিবারের সদস্য। নিহতরা হলেন গাজীনগর গ্রামের মুসা মিয়া (৬০), তার দুই ছেলে আহম্মদ আলী (২৫), আলী আকবর (২৭), আকবরের শ্বশুর মফিজ মিয়া (৫০)। অন্যজন হলেন বিজিবি ৪০ ব্যাটালিয়নের জওয়ান মো. শাওন (৩০)।

ওসি শামসুদ্দিন বলেন, আসামিদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি করে হত্যার অভিযোগ আনা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *