খাগড়াছড়িতে কোয়ারেন্টিনে থাকা যুবকের মৃত্যু
খাগড়াছড়িতে হোম কোয়ারেন্টিনে থাকা এক যুবকের (২৩) মৃত্যু হয়েছে। তিনি ঢাকায় একটি গার্মেন্টস কোম্পানিতে কর্মরত ছিলেন।
রোববার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় খাগড়াছড়ির জেলা সদরের গুগরাছড়ি এলাকার এএকে পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থাকাকালীন তার মৃত্যু হয়।
এর আগে শনিবার (১৮ এপ্রিল) তিনি ঢাকা থেকে অন্য সহকর্মীদের সঙ্গে খাগড়াছড়িতে আসেন। পরে অন্য পাঁচজনের সঙ্গে তিনি ওই বিদ্যালয়ের কোয়ারেন্টিনে ছিলেন।
খাগড়াছড়ির এক নম্বর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আম্মেই মারমা বাংলানিউজকে বলেন, রাতে তিনি অন্যদের পেট ব্যথার কথা জানায়। সকালে বিষয়টি আমরা জানতে পেরে স্থানীয় প্রশাসন ও পুলিশকে জানায়। এদিকে অ্যাম্বুলেন্স আসার আগেই তার মৃত্যু হয়।
খাগড়াছড়ির ডেপুটি সিভিল সার্জন মিটন চাকমা সাংবাদিকদের বলেন, আমরা মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করেছি। তার করোনার সংক্রমণ ছিল কিনা সেটি নির্ণয় করা হয়। তার শেষকৃত্য করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মতই করা হবে।