January 21, 2025
জাতীয়

খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

দক্ষিণাঞ্চল ডেস্ক

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় ‘আধিপত্য বিস্তারের জেরে’ এক ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। মাটিরাঙ্গা থানার ওসি শামসুদ্দিন ভূঁইয়া জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বেলছড়ি ইউনিয়নের চৌদ্দইপাড়া এলাকায় হত্যাকাÐের এ ঘটনা ঘটে।

নিহত অর্জুন চাকমা ওরফে সোনাধন (৫০) ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) আলুটিলা এলাকার সংগঠক ছিলেন। সদর উপজেলার গাছবান ২ নম্বর প্রকল্প এলাকার বাজি চাকমার ছেলে তিনি।

ওসি শামছুদ্দিন বলেন, এলাকায় চাঁদাবাজির জন্য আধিপত্য বিস্তার করতে ইউপিডিএফের সঙ্গে প্রতিপক্ষ আরেকটি গ্রæপের গোলাগুলি হয়। এতে ইউপিডিএফের স্থানীয় সংগঠক অজুর্ন চাকমা ঘটনাস্থলেই নিহত হন। পরে খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্বার করে।

ওসি শামছুদ্দিন বলেন, ঘটনাস্থলের পাশে তারা একটি পয়েন্ট টুটু বোরের পিস্তল, দুটি গুলি ও পাঁচটি গুলির খোসা পেয়েছেন। এ ঘটনায় এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে। ইউপিডিএফের (প্রসিত খীসা) জেলা সংগঠক অংগ্য মারমা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *