November 27, 2024
জাতীয়

খনি দুর্নীতি: খালেদার অনুপস্থিতিতে পিছিয়েছে শুনানি

দক্ষিণাঞ্চল ডেস্ক
খালেদা জিয়া আদালতে হাজির না হওয়ায় বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে গেছে; আগামী ৯ এপ্রিল নতুন তারিখ পড়েছে। গতকাল রাজধানীর বকশিবাজার আলিয়া মাদরাসা মাঠে অবস্থিত ঢাকার দুই নম্বর বিশেষ জজ আদালতের বিচারক এ এইচ এম রুহুল ইমরানের আদালতে মামলাটির অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল।
কিন্তু মামলার আসামি দুর্নীতির দুই মামলায় কারাবন্দি খালেদা জিয়াকে আদালতে হাজির না করে কাস্টডি পাঠায় কারা কর্তৃপক্ষ।
দুদকের আইনজীবী মোশাররফ হোসেরন কাজল বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে বলেন, জ্যেষ্ঠ জেল সুপারের স্বাক্ষরিত কাস্টডিতে (হাজতী পরোয়নায়) লেখা হয়েছে, ‘সংশ্লিষ্ট বন্দি বিজ্ঞ আদালতে যেতে অনিচ্ছুক’।
কাজল আদালতে বলেন, “মামলাটি অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে। আমরা মামলাটির শুনানি করতে চাই।”
অন্যদিকে খালেদার আইনজীবী মাসুদ তালুকদার বলেন, “আমরা মামলাটির সংশ্লিষ্ট কাগজপত্র পাইনি। কাগজপত্র চেয়ে আবেদন করেছি। মামলার আসামি খালেদা জিয়া ও আমিনুল ইসলাম আদালতে উপস্থিত না হওয়ায় অভিযোগ গঠনের শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করছি।”
পরে বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে শুনানির জন্য ৯ এপ্রিল দিন ধার্য করেন।
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়ম এবং রাষ্ট্রের ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি ও আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি শাহবাগ থানায় মামলাটি করা হয়।
ওই বছর ৫ অক্টোবর ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *